কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণ চালু

১০ অক্টোবর ২০২১

যুক্তরাজ্যসহ বিশ্বের আটটি দেশের নাগরিকদের জন্য কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণের অনুমতি দিয়েছে সিঙ্গাপুর।

জার্মানি ও ব্রুনাইয়ের সঙ্গে চালু করা টিকা নেওয়াদের ভ্রমণনীতি সফল হবার পর আরও ৯টি দেশের সঙ্গে কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণ চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

টিকাদান, সামাজিক দূরত্ব ও সতর্ক নজরদারির মাধ্যমে নতুন স্বাভাবিকতাকে সঙ্গী করে সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব বলে জানিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লুং।


মন্তব্য
জেলার খবর