দ্বিগুন পেঁয়াজের দাম

১১ অক্টোবর ২০২১

লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম।কয়েকদিন আগের খুচরা ৩৫-৪০ টাকা দরের পেঁয়াজ বাজার ভেদে বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকা কেজি। আগের চেয়ে প্রায় দ্বিগুন দামে রান্নার আবশ্যক এ উপকরণটি কিনতে নাভিশ্বাস ওঠছে সাধারণ ভোক্তাদের। উদ্ভূত পরিস্থিতিতে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানিয়েছেন, গ্রীষ্মকালীন ও আমদানি করা পেঁয়াজ বাজারে আসার পরপরই পেঁয়াজ বাজার দর নিয়ন্ত্রণে আসবে, সময় লাগবে ১৫-২০ দিন।দাম বৃদ্ধির কারণ হিসেবে বলছেন, পেঁয়াজ পচনশীল ও মজুদ রাখার তেমন কোনো ব্যবস্থা না থাকায় মৌসুমের শেষের দিকে বাজারে দাম বেড়ে যায়। রোববার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) দুটি গবেষণাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন কৃষিমন্ত্রী।

মন্ত্রী আবদুর রাজ্জাক জানান, পেঁয়াজের চাষ হয়েছে এপ্রিল মাসে, এতদিন পর্যন্ত পেঁয়াজ মুজত থাকে না পচনশীল ও মজুদ রাখার তেমন কোনো ব্যবস্থা না থাকায় । তাই চাষীরা সব পেঁয়াজ বিক্রি করে দেয়।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর