সূচকের মিশ্র প্রবণতা, লেনদেনে পতন

১১ অক্টোবর ২০২১

মিশ্র প্রবণতা দেখা গেছে সূচকে, আর বড় ধরনের পতন হয়েছে লেনদেনের।শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৪০টির, কমেছে ১২৪টির ও অপরিবর্তিত ছিল বাকি ১২টির। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)’র লেনদেন পরিস্থিতি ছিল এমনই।এদিন সপ্তাহের প্রথম কার্যদিবস।

বাজার তথ্য বলছে, ডিএসইএক্স সূচক ২৫ দশমিক শূন্য তিন পয়েন্ট বেড়ে সাত হাজার ৩৬৭ দশমিক ৯৯ পয়েন্টে, ডিএসইএস সূচক শূন্য দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৯৬ দশমিক ৫৩ পয়েন্টে আর ডিএস৩০ সূচক এক দশমিক ৬০ পয়েন্ট কমে দুই হাজার ৭৬৫ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করে। আগের দিনের তুলনায় শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন কমেছে ৫৩৪ কোটি ৩৩ লাখ টাকা, লেনদেন হয় এক হাজার ৯৬২ কোটি ৮৭ লাখ টাকা।। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল দুই হাজার ৪৯৭ কোটি ২০ লাখ টাকা।

রোববার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখা গেছে উত্থান-পতনের চিত্র। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ও দর বৃদ্ধিতে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওঠে আসে তালিকার শীর্ষে । শেয়ার লেনদেন হয় ১২৯ কোটি ৯০ লাখ টাকার। দর বৃদ্ধি পায় ৩৪ দশমিক ৬৩ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর