আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে মানুষ কতটা খুশি, দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা কতটা- সে বিষয়ে জনমত রিপোর্ট তৈরি করতে হবে। এ রিপোর্ট মহানগরের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে জমা দিতে হবে। সোমবার দলের প্রতিটি ইউনিটের নেতাদের এ রিপোর্ট করার নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানার ১৯ নং ওয়ার্ডের ৫ ইউনিটের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন নির্দেশনা দেয়া হয়। সূচনা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান হয়।
ওবায়দুল কাদের বলেন, প্রতিটি ঘরে আওয়ামী লীগের কী অবস্থা- তার হিসাব করতে হবে, আওয়ামী লীগের কার্যক্রমে কেউ অসন্তোষ প্রকাশ করলে সেটাও প্রতিবেদনে উল্লেখ করতে হবে। এটা করলে অনেক উপকৃত হবে দল। তিনি জানান, দলে খারাপ লোক থাকলে তাদের বাদ দিতে হবে।এখানে ত্যাগী কর্মীর অভাব নেই। ভালো মানুষদের নিয়ে দল করা হবে। সেই আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সলিম উল্লাহ সলু। আরো বক্তব্য দেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।
এমকে