ঝালকাঠি প্রতিনিধি:
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ ২৪ অনলাইন ডটকম এর রাজাপুর উপজেলা প্রতিনিধি ও দৈনিক যায়যায়দিন;র রাজাপুর উপজেলা প্রতিনিধি আবু সায়েম আকন ও দৈনিক নয়া দিগন্ত'র সিটি এডিট আবু সালেহ আকনের বাবা মাওলানা আইউব আলী আকন'র ৩য় মৃত্যুবার্ষিকী ১১ অক্টোবর পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আইউব আলী আকনের বাড়ি রাজাপুরের শুক্তাগর ইউনিয়নের নারিকেলবাড়িয়া জামে মসজিদে তার পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, স্ট্রোক করে দীর্ঘদিন অসুস্থ থাকার পরে ২০১৮ সালের ১১ অক্টোবর শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আইউব আলী আকন। তিনি দক্ষিণ রাজাপুর ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকতা করতেন।সৎ-নিষ্ঠাবান, ধর্মপরায়ণ, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সমাজসেবক হিসেবে নিজের এলাকা, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন ও পরিচিত মহলে তার সুনাম ও সুখ্যাতি রয়েছে।
সায়েম আকন/এমকে