চলতি অক্টোবর মাসের ১১ দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৩৯ জন ডেঙ্গু রোগী। আক্রান্তদের বেশিরভাগের বসবাস রাজধানী ঢাকায়। আর ডেঙ্গু জ্বরে ভুগে এখন পর্যন্ত ৭৮ জন মারা গেছেন । সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানা যায়।
কন্ট্রোল রুমের হিসাবে, বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৯৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতে ৭৫৮ জন, বাকি ১৭৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরে এখন পর্যন্ত ২০ হাজার ৩৩৬ জন ভর্তি হয়েছেন, এর মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৩২৩ জন।
কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় ২০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৬২ জনই ঢাকায়, বাকি ৪৫ জন এবং ঢাকার বাইরে অন্য বিভাগে রয়েছেন। একই সময়ে মারা গেছেন ২ জন ডেঙ্গু রোগী।
এমকে