তৃতীয় ধাপে হাজারখানেক ইউপির নির্বাচন

১২ অক্টোবর ২০২১

তৃতীয় ধাপে দেশের হাজারখানেক ইউনিয়ন পরিষদ (ইউপি)’র নির্বাচন হবে।ভোট হবে এসএসসি পরীক্ষার পর। আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) সভা শেষে  এ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এমন আভাস পাওয়া গেছে।

সূত্র জানায়, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন বিষয়ে এ সভা ডাকা হয়েছে। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে বেলা সাড়ে ১১টায় এ সভা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা সভাপতিত্ব করবেন সভায়।এর আগে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচনের তফসিল ঘোষণার দিন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলছিলেন, পরবর্তী কমিশন সভায় তৃতীয় ধাপের ভোটের তফসিল হতে পারে।

জানা গেছে, এসএসসি পরীক্ষার মধ্যে কোনো ভোটের আয়োজন করতে চায় না ইসি। এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৪ নভেম্বর, শেষ হবে ২৩ নভেম্বর। এর  ৯ দিন পর ২ ডিসেম্বর শুরু হবে এইচএসসি পরীক্ষা, শেষ হবে ৩০ ডিসেম্বর।  মাঝের এ বিরতির মধ্যে অন্তত দুই ধাপের ইউপি ভোট  করতে চায় ইসি। তাছাড়া এইচএসসি পরীক্ষায় থাকা দুই বিষয়ের মধ্যকার বেশি বিরতির মধ্যেও হতে পারে বাকি ধাপের ভোট। আর শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার পর ডিসেম্বরের শেষার্ধে হতে পারে বাকি ইউপিগুলোর  ভোট ।

এমকে


মন্তব্য
জেলার খবর