মন্তব্য
ভারতের সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি বলেছেন, বিজেপি নেতার ছেলের হাতে কৃষকদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আন্দোলন থেকে দৃষ্টি ফেরাতেই আরিয়ান খানকে গ্রেফতার করা হয়েছে। গৌতম আদানির সংস্থার মুন্দ্রা বন্দরে তিন হাজার কেজি মাদক উদ্ধারের ঘটনা ধামাচাপা দিতেই শাহরুখপুত্রকে নিয়ে টানাটানি শুরু হয়েছে।
রিটুইটে তিনি লিখেছেন, ‘যদি সঙ্গীত পরিচালকদের কথা বলেন, আমি আছি। শাহরুখ ও তার পরিবারকে বলির পাঁঠা বানানো হয়েছে। আদানিদের বন্দরে ৩ হাজার কেজি তালেবানি-মাদক থেকে নজর অন্যদিকে ঘোরাতেই তাদের সহজ নিশানা করা হয়েছে। বিজেপি নেতার ছেলের হাতে কৃষকদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আন্দোলন থেকে দৃষ্টি ফেরাতেও যে এ মামলা হয়েছে তা পরিষ্কার।’