যশকে স্বামী বলে স্বীকার নুসরাতের!

১২ অক্টোবর ২০২১

টালিগঞ্জের নায়িকা সংসদ সদস্য নুসরাত একটি কেকের ছবি পোস্ট করেছেন। কেকের ওপর ইংরেজিতে লেখা ‘ওয়াই ডি’। যশের নামের প্রথম ইংরেজি অক্ষরগুলোকেই পাশাপাশি বসানো হয়েছে।

নিচে লেখা, ‘হাসব্যান্ড’, অর্থাৎ ‘স্বামী’। আরও একটি জায়গায় লেখা, ‘ড্যাড’, অর্থাৎ ‘বাবা’। ঈশানের বাবা যশ। ‘স্বামী’ লেখা দেখেই প্রশ্ন জাগে, তবে কী যশের সাথে বিয়ের কথা স্বীকার করলেন নুসরাত? 


মন্তব্য
জেলার খবর