জোভানের চিত্রনাট্যে নায়িকা তাসনিয়া

১২ অক্টোবর ২০২১

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার কাজ করলেন একটি নতুন নাটকে।

যেটির চিত্রনাট্য লিখেছেন নাটকটিতে তারই বিপরীতে অভিনয় করা জোভান।

 ‘আমার বার্থ ডে’ নামক নাটকটি পরিচালনা করেছেন সহিদ উন নবী।


মন্তব্য
জেলার খবর