ছিনতাইয়ের কবলে নায়লা নাঈম

১২ অক্টোবর ২০২১

রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ের সামনে ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন মডেল ও ডেন্টিস্ট নায়লা নাঈম। 

এ সময় স্কুটিতে ছিলেন নায়লা। বেশ কিছুক্ষণ তার ব্যাগ ধরে টানাটানি করেও সেটা নিতে পারেনি ছিনতাইকারী। এ পর্যায়ে এই মডেল স্কুটি নিয়ে রাস্তায় পড়ে যান। 

মডেলিং দিয়ে আলোচিত নায়লার পশু উদ্ধারকারী ও পশুপ্রেমী হিসেবেও  সুনাম আছে।


মন্তব্য
জেলার খবর