কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তার কাটারকে বিশ্বের সবাই সমীহ করছে। কাঁপিয়ে এসেছেন আইপিএল। এবার বিপিএলেও তার সামর্থের প্রমাণ দিলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের অষ্টম আসরে সর্বোচ্চ উইকেট শিকারির মুকুট নিজের করে নিলেন তিনি।
কুমিল্লাকে তৃতীয়বারের মতো শিরোপা জেতানোর পথে ১১ ম্যাচে আসরের সর্বোচ্চ ১৯ উইকেট শিকার করেছেন। বোলিং করেছেন ৩৮.৪ ওভার। তাতে ২৫৭ রান খরচ করেছেন তিনি। এ নিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন মোস্তাফিজ।
সবশেষ ২০২০ সালের আসরে রংপুর রেঞ্জার্সের জার্সিতে ১২ ম্যাচে নিয়েছিলেন ২০ উইকেট। মোস্তাফিজের আগে দুইবার (পঞ্চম ও ষষ্ঠ আসর) বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার কৃতিত্ব দেখিয়েছেন সাকিব আল হাসান।
বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে রয়েছেন-মোস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) - ১১ ম্যাচে ১৯ উইকেট, সেরা বোলিং ৫/২৭। ডোয়াইন ব্রাভো (ফরচুন বরিশাল) - ১০ ম্যাচে ১৮ উইকেট, সেরা বোলিং ৩/৩০। সাকিব আল হাসান (ফরচুন বরিশাল) - ১১ ম্যাচে ১৬ উইকেট, সেরা বোলিং ৩/২৩। তানভির ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) - ১২ ম্যাচে ১৬ উইকেট, সেরা বোলিং ২/১৯। মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) - ৮ ম্যাচে ১৫ উইকেট, সেরা বোলিং ৪/১২
আরআই