চমৎকার সব স্মৃতি জমা হোক : রাকুল

১২ অক্টোবর ২০২১

প্রেমিক  অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে ছবি শেয়ার করেছেন ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত সিং।

শেয়ার করা ছবিতে ডেনিম জিন্সের সঙ্গে লাল সোয়েটারে দেখা গেছে ৩১ বছর বয়সী রাকুল প্রীতকে। তার প্রেমিককে দেখা গেছে কালো জিন্সের সঙ্গে কালো জ্যাকেট পরা।

 ছবির ক্যাপশনে রাকুল লিখেছেন, ‘ধন্যবাদ আমার ভালোবাসা। এ বছরের সেরা উপহার তুমি! আমার জীবনকে রাঙিয়ে তোলার জন্য ধন্যবাদ। জীবনকে অবারিত হাসিতে ভরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। তুমি তোমার মতো হওয়ার জন্য ধন্যবাদ। তোমার সঙ্গে এখানে আরও চমৎকার সব স্মৃতি জমা হোক।’


মন্তব্য
জেলার খবর