সাকিব নৈপূণ্যে কোলকাতার জয়

১২ অক্টোবর ২০২১

দীর্ঘ দিন ধরে জাতীয় দলে অবদান রেখে যাচ্ছেন সাকিব আল হাসান। বলে ব্যাটে দারুণ ছড়িয়ে যাচ্ছেন তিনি। তার পুরস্কারও পেয়েছেন। বিশ্বসেরা অল রাউন্ডারের মুকুট উঠেছে তার মাথায়। আইপিএলে কোলকাতার হয়ে দারুণ অবদান রেখেছেন এবারের আসরে। গতকালের ম্যাচে সাকিবের ব্যাটিং নৈপূণ্যে বিরাটের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) ৪ উইকেটে হারিয়েছে কোলকাতা।

 

প্রথমে ব্যাট করে আরসিবি ২০ ওভার খেলে ১৩৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ২ হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সাকিবের কোলকাতা। শেষ ওভারে কলকাতার দরকার ছিল ৭ রান। দায়িত্বটা এসে পড়ে সাকিব আল হাসানের কাঁধে। বোলার প্রান্তের ক্রিজে নাইট অধিপতি ইয়ন মরগান।

 

ডেনিয়েল ক্রিশ্চিয়ানের প্রথম বলেই দারুণ এক শটে চার হাঁকান সাকিব। বাকি তিনটি রানের দু'টি নেন এই টাইগার তারকা। স্ট্রাইক রোটেট করতে কেবল একরান নিয়েছেন মরগান। ৪র্থ বলে সিঙ্গেল নিয়ে ম্যাচ জেতান বাংলাদেশি অলরাউন্ডার। অর্থাৎ সাকিবের ব্যাট ছুঁয়ে এলো কলকাতার জয়।

 

কলকাতার কাছে ৪ উইকেটে হেরে বিদায় নিল আরসিবি। সেই সাথে শেষ হলো কোহলির আইপিএল অধিনায়কত্বের অধ্যায়। কলকাতা চলে গেল আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে। সেখানে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলবে সাকিবরা।

 

আরআই


মন্তব্য
জেলার খবর