বিশ্বকাপের মূল পর্ব শুরু হবে ১৭ মার্চ। এর আগে ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমটিতে মঙ্গলবার আবুধাবিতে বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
বাংলাদেশ, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড তিন টেস্ট খেলুড়ে দেশ এবং আইসিসি সহযোগী ৫ দেশসহ আট দেশ প্রথম পর্বে অংশগ্রহণ করবে। আট দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতি গ্রুপ থেকে দুটি করে চারটি দল খেলবে মূল পর্বে। দ্বিতীয় পর্ব শুরু ২৩ অক্টোবর।
প্রথম পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। মাচগুলো যথাক্রমে ১৭ অক্টোবর স্কটল্যান্ড, ১৯ অক্টোবর ও ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে।
টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিতে ৩ অক্টোবর ওমানে পৌঁছায় মাহমুদুল্লাহরা। আবুধাবি যাওয়ার আগে টাইগাররা একটি প্রস্তুতি ম্যাচও খেলে ওমানে। ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টাইগাররা খেলে মূল একাদশের চার ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ খেলেননি। মাহমুদুল্লাহ, মুস্তাফিজ ও তাসকিন বিশ্রাম নিয়েছেন। সাকিব ব্যস্ত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলা নিয়ে। ১৫ অক্টোবর আইপিএল শেষে দলের সঙ্গে যোগ দিবেন সাকিব।
আরআই