মন্তব্য
বিশ্বের অন্যতম সেরা ফুটবল দল জার্মানি। বিশ্বজুড়ে অসাধারণ ফুটবল নৈপূণ্যের সুখ্যাতি রয়েছে তাদের। তারই প্রমাণ সস্বরূপ প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে। চারবারের এই বিশ্ব চ্যাম্পিয়ন সোমবার ২০২২ কাতার বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ের ‘জে’ গ্রুপের ম্যাচে নর্থ মেসিডোনিয়াকে ৪ গোলে হারায়।
ম্যাচের শুরুতে জার্মানিকে একের পর এক আক্রমণে চাপে রেখেছিল মেসিডোনিয়া। প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি জার্মানি। তবে বিরতির পর কাঙ্ক্ষিত গোল অর্জন করে নেয় তারা। প্রতিপক্ষের জালে ২৪টি শট নেয়, যার ১০ ছিল সঠিক লক্ষে। ৪টি শট গোলকিপারকে পরাস্ত করতে সক্ষম হয়। জোড়া গোল করেন টিমো ভেরনার, একটি করে কাই হার্ভাটজ ও জামাল মুসিয়ালা। এ জয়ের ফলে কাতার বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল তারা।
আরআই