গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার তুলনায় করোনা রোগীর মৃত্যুর সংখ্যা বেড়েছে, পক্ষান্তরে কমেছে করোনা রোগী শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪ জন, শনাক্ত হয়েছে ৫৪৩ জন। তার আগের ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ছিল ১১ জন, শনাক্ত ছিল ৫৯৯ জন। স্বাস্থ্য অধিদফতরের সোমবার ও মঙ্গলবারের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জনের। করোনায় ভুগে মারা গেছেন ২৭ হাজার ৭১৩ জন। ৯৯ লাখ ৯৮ হাজার ৫৪৪টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৬৪।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০১ জন। ২ দশমিক ৩৫ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা সংগৃহিত হয়েছে ২২ হাজার ৯২৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ২৩ হাজার ১৫৫টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১০ জন এবং নারী ৪ জন। বিভাগের মধ্যে ঢাকার ৬ জন, চট্টগ্রামের ৪ জন, খুলনার ২ জন, বরিশালের ১ জন এবং রংপুরের ১ জন। সরকারি হাসপাতালে ১২ জন, বেসরকারি হাসপাতালে ১ জন এবং বাসায় ১ জন মারা গেছেন।
এমকে