হামাসকে কালো তালিকাভুক্ত অস্ট্রেলিয়ার

১৯ ফেব্রুয়ারী ২০২২

হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করে কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারেন অ্যান্ড্রুস। তিনি বলেছেন, ২০০৩ সালে হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। এবার পুরো দলকেই সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা হলো।

 

এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, হামাস সম্পর্কে নতুন এ সিদ্ধান্ত আগামী এপ্রিল থেকে কার্যকর করা হবে।

 

এদিকে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের প্রভাবশালী নেতা খালিদ আল বাতাশ বলেছেন, অস্ট্রেলিয়া এ সিদ্ধান্তের মাধ্যমে কার্যত ইহুদিবাদীদের আগ্রাসনের প্রতি সমর্থন জানিয়েছে। এটি পুরোপুরি অন্যায়। এ পদক্ষেপ ইসরায়েলের অন্যায় তৎপরতা বিশেষকরে আন্তর্জাতিক আইন লঙ্ঘনে দখলদারদের ঔদ্ধত্য আরও বাড়িয়ে তুলবে।

 

অন্যদিকে ফিলিস্তিনের গণপ্রতিরোধ কমিটি এক বিবৃতিতে বলেছে, অস্ট্রেলিয়ার সরকার ফিলিস্তিনিদের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের উচিৎ ছিল ইহুদিবাদী ইসরায়েলের অন্যায় তৎপরতা বন্ধে পদক্ষেপ নেওয়া। কিন্তু তারা উল্টো কাজটি করেছে।

 

আর দ্যা ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্যা লিবারেশন অব প্যালেস্টাইন বা ডিএফএলপি বলেছে, হামাসকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করার অর্থ হচ্ছে দখলদারদের প্রতি প্রকাশ্য সমর্থন। এর মাধ্যমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধযজ্ঞ চালানোকে ন্যায্য হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর