দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ মাসের ১৭ তারিখ থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এ ক্রিকেট ইভেন্ট। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সম্প্রতি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে।
এ বছর চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি ৬৮ লাখ ২৯ হাজার ৪৪০ টাকা। রানার্সআপ দল পাবে ৮ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৭২০ টাকা।
সেমিফাইনালে পরাজিত দুই দল পাবে ৪ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৪২ লাখ ৭ হাজার ৩৬০ টাকা। সবমিলিয়ে পুরো টুর্নামেন্টের পুরস্কারের জন্য বরাদ্দ থাকবে ৫.৬ মিলিয়ন ডলার। যেগুলো অংশগ্রহণ করা ১৬টি দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
এছাড়া টুর্নামেন্টের সুপার টুয়েলভ বা মূল পর্বের প্রতিটি ম্যাচে বিজয়ী দল ৪০ হাজার ডলার পাবে, যা বাংদেশি মুদ্রায় ৩৪ লাখ ২০ হাজার ৭৩৬ টাকার সমান। বাছাই পর্বের জয়ী দলগুলোও একই পরিমাণ টাকা পাবে।
যে দলগুলো মূল পর্ব থেকে বাদ পড়বে, তারা ৭০ হাজার ডলার বা ৫৯ লাখ ৮৬ হাজার ২৮৮ টাকা করে পাবে। প্রথম রাউন্ড বা বাছাই পর্ব থেকে বাদ পরা দলগুলোও ৪০ হাজার ডলার করে পাবে।
আরআই