পাকিস্তান সফরে বিল গেটস

১৯ ফেব্রুয়ারী ২০২২

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস প্রথমবারের মতো পাকিস্তান সফরে গেছেন। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের অনুরোধে তিনি এ সফরে এসেছেন। বৃহস্পতিবার ইমরান খানের সাথে সাক্ষাত করেন তিনি।

 

সফরে ইমরান খানের সঙ্গে আফগানিস্তান ও পাকিস্তানের পোলিও পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বিল গেটস। বিল গেটস বলেন, ‘আমাদের কাজ এখনো শেষ হয়নি। তবে আমরা এযাবৎকালের মধ্যে সবচেয়ে ভালো অবস্থার মধ্যে আছি।’

 

ইমরান খান বলেন, ‘বিল গেটসের অনেক কৃতিত্ব রয়েছে। এ ছাড়া তিনি জনহিতকর কাজের জন্যও বিশ্বব্যাপী প্রশংসিত। পোলিও নির্মূল ও দারিদ্র্য বিমোচনে তার অপরিসীম অবদানের জন্য পাকিস্তান জাতির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।’

 

আন্তর্জাতিক পোলিও নির্মূল-সংক্রান্ত প্রকল্পের (জিপিইআই) অংশ হিসেবে পোলিও নির্মূলে কাজ করছে দ্য বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের কো-চেয়ার হিসেবে নিযুক্ত আছেন বিল গেটস।


মন্তব্য
জেলার খবর