কাজ হারাচ্ছেন শাহরুখ!

১৩ অক্টোবর ২০২১

ছেলে আরিয়ান খানকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকায় কাজেও আসতে পারছেন না বলিউড বাদশা শাহরুখ খান।

শাহরুখের অবর্তমানে তারই সিনেমার কাজ চালাচ্ছেন প্রশান্ত ওয়ালদে। যাকে মূলত শাহরুখের ডাবল বডি বলা হয়। অ্যাটলি পরিচালিত শাহরুখের আগামী ছবির শুটিংয়ের বাকি অংশগুলোতে কাজ করছেন প্রশান্ত। বেশ কিছু কমার্শিয়াল বিজ্ঞাপনেও কাজ করছেন তিনি।

আর ছেলে আরিয়ান খান গ্রেপ্তারের পর থেকেই মানসিক চাপের মধ্যে আছেন শাহরুখ। ছেলেকে মুক্ত করতে এদিক-সেদিক ছুটে বেড়াচ্ছেন তিনি। ছেলের দুশ্চিন্তায় ঠিকমতো খেতে পারছেন না। এমনকি ঘুমাতেও পারছেন না। ছেলে ঘরে না ফেরা পর্যন্ত আপাতত সিনেমার কাজ স্থগিত রাখছেন।


মন্তব্য
জেলার খবর