মন্তব্য
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠিকে সম্প্রতি দেখা গেছে এক অনন্য রূপে।
নীল শাড়িতে মোহময়ী হয়ে উঠেছেন তিনি। এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শিল্পা।
তার সমুদ্ররঙা পোশাক নজর কেড়েছে। শিল্পার মাথার মুকুট আলাদা করে নজর কেড়েছে।