জনস্বাস্থ্যে নিয়োগ, আবেদন শুরু ২০ অক্টোবর

১৩ অক্টোবর ২০২১

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতের ১টি পদে মোট ৫০ জনকে নিয়োগ দেয়া হবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আবেদন শুরু হবে এ মাসের ২০ তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ ১৮ নভেম্বর।

 

ক্যাশিয়ার পদে মোট ৫০ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিয়ম অনুযায়ী নগদ জামানত প্রদানের সামর্থ্যও থাকতে হবে।

 

সরকারি বেতন স্কেল ১৬ গ্রেডে ৯,৩০০-২২,৪৯০ টাকা বেতন প্রদান করা হবে। গত বছরের ২৫ মার্চে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে।

 

আগ্রহী প্রার্থীরা (http://dphe.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৮ নভেম্বর।

 

আরআই


মন্তব্য
জেলার খবর