করোনায় ভুগে গত ২৪ ঘণ্টায় দেশে ১৭ জন মারা গেছেন।নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫১৮ জনের। ২ দশমিক ৩৪ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।পাশাপাশি করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০৫ জন।বুধবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ১৯ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৭৩০ জন এবং সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৫ হাজার ৬৭৩ জন। এক কোটি ২০ হাজার ৬৯৭টি নমুনা পরীক্ষা হয়েছে। ১৫ দশমিক ৬১ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহিত হয়েছে ২১ হাজার ৯৮৬টি,অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ২২ হাজার ১৫৩টি। মৃতদের মধ্যে পুরুষ ৮ জন এবং নারী ৯ জন। বিভাগের মধ্যে ঢাকার ১৩ জন, চট্টগ্রামের ১ জন, খুলনা ২ জন, বরিশালে ১ জন। সরকারি হাসপাতালে ১৬ জন আর বাকি ১ জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
এমকে