কোরআন অবমাননার খবর খতিয়ে দেখা হচ্ছে: ধর্ম প্রতিমন্ত্রী

১৩ অক্টোবর ২০২১

কুমিল্লায় কোরআন অবমাননা সংক্রান্ত খবরটি খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।সবাইকে অনুরোধ জানিয়েছেন, এ ঘটনাকে কেন্দ্র করে আইন নিজের হাতে তুলে না নিতে, সেই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে। এ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার বিষয়ে বুধবার জরুরি ঘোষণায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশে কেউ যদি এ ঘটনা ঘটায়, তাহলে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে তাকে।

প্রসঙ্গত, শারদীয় দুর্গাপূজা চলাকালে কুমিল্লার একটি পূজামণ্ডপে প্রতিমার কাছে কোরআন রাখার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সেখানকার ইসলাম ধর্মালম্বীরা বিক্ষোভ করেছেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর