গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড়ের কবলে ব্রিটেন। ইতোমধ্যেই এটি আঘাত হানতে শুরু করেছে। ওই ঝড়ের নাম ইউনিস। ইউনিসের কবল থেকে বাঁচতে যুক্তরাজ্যের লাখো মানুষকে ঘরের ভেতর থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল থেকে আঘাত হানতে শুরু করে ইউনিস।
ইউনিসের কারণে অনেক জায়গাতেই ট্রেন ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে শত শত স্কুল। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে কমপক্ষে ৬৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ব্রিটিশ সরকার বলছে, পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
ইউনিসের আঘাতে আয়ারল্যান্ডে ৫৫ হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঝড়ের গতি এতোটাই তীব্র যে কিছু কিছু এলাকায় সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যা ইতোপূর্বে কখনো করা হয়নি। এর অর্থ ঝড় ইউনিসের আঘাতে মানুষের প্রাণহানিরও আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া অফিস বলছে, ইংল্যান্ডের দক্ষিণ ও পূর্বাঞ্চল এবং ওয়েলসে এই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইংল্যান্ডে গত এক দশকে চারবার এরকম রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তারা বলছে, ইউনিসকে বেশ বিপদজনক ও ক্ষতিকর ঝড় বলেই মনে করা হচ্ছে।
আরআই