লাউ ক্ষেতে বিষ মিশ্রিত কলা, অর্ধশতাধিক বানরের মৃত্যু

১৩ অক্টোবর ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি:
কক্সবাজার মহেশখালীতে একদিনে অর্ধশতাধিক বানরের মৃত্যু হয়েছে। লাউ ক্ষেতে রাখা বিষ মিশ্রিত কলা খাওয়ায় বানরগুলো মারা যায় বলে অভিযোগ ওঠেছে। মঙ্গলবার  বিকাল ৫টার দিকে ভারিতিল্যা ঘোনা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠন গ্রীন এনভায়রনমেন্ট মুভম্যান্টের মহেশখালী উপজেলার সভাপতি দিনুর আলম।

এলাকাবাসী জানান, পাহাড় সংলগ্ন একটি লাউ ক্ষেতের পাশে বানরগুলোকে মৃত পড়ে থাকতে দেখা যায়। মৃত কয়েকটি বানরকে গাছে ঝুঁলন্ত অবস্থায়ও দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বানর প্রায় সময় লাউ ক্ষেতে নেমে ক্ষেত বিনষ্ট করে। বানরের উপদ্রব হতে সবজি রক্ষায়  ক্ষেতের মালিক বিষ মিশ্রিত কলা রেখে যায় ক্ষেতে। জমিটি দেবাঙ্গা পাড়া গ্রামের জনৈক মোজাফ্ফার মাস্টারের ছেলের। দিনুর আলম জানান, বন্যপ্রাণী হত্যা আইনত অপরাধ। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়।

 

দিলীপ তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর