মন্তব্য
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ১৩ অক্টোবর শাড়ি পরা কিছু ছবি পোস্ট করেছেন ঢাকাই সিনেমার সুদর্শনা চিত্রনায়িকা পরীমণি।
ছবিতে দেখা যাচ্ছে, নীল শাড়িতে সেজেছেন তিনি। হাতে কাঁচের নীল চুড়ি, স্নিগ্ধ সাজে টান টান করে খোপা বাঁধা। বাম হাতের উপরে মেহেদিতে রাঙা। হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন পরী।
ক্যাপশনে পরী লিখেছেন, 'আমরা একা জন্মগ্রহণ করেছি, আমরা একা থাকি, আমরা একা মারা যাই। কেবল আমাদের ভালবাসা এবং বন্ধুত্বের মাধ্যমেই আমরা সেই মুহুর্তের জন্য মায়া তৈরি করতে পারি যে, আমরা একা নই।'