শুধু বিস্কুট-পানি খাচ্ছেন আরিয়ান!

১৪ অক্টোবর ২০২১

মাদককাণ্ডে আর্থার রোড জেলের কুঠুরিতে  বন্দি  রয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান।

 জেলের ক্যান্টিনে তৈরি ভাত-ডাল ও তরকারি মুখে তুলছেন না আরিয়ান।  ‘পার্লেজি বিস্কুট’ খেয়েই রয়েছেন আরিয়ান।

এছাড়া চারদিন ধরে জেলে গোসলও করেননি শাহরুখপুত্র!

আনন্দবাজার


মন্তব্য
জেলার খবর