সেরার মুকুট সাকিবের মাথায়

১৯ ফেব্রুয়ারী ২০২২

সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার তিনি। বিশ্বসেরার মতো খেলেই এবার বিপিএলের অষ্টম আসরের সেরা হলেন। ফাইনালে হয়েছে হাড্ডাহাডি লড়াই। শেষ পর্যন্ত কুমিল্লার কাছে হারতে হয়েছে তার দলের। শিরোপার অনেক কাছে এসেও হাতছাড়া হলো। সবকিছু ছাপিয়ে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ হলেন তিনি।

 

এ নিয়ে চতুর্থবারের মতো টুর্নামেন্ট সেরা পারফর্মারের পুরস্কার জিতে নিলেন। এ পুরস্কারের একক দাবিদার ছিলেন তিনি, সেটা তার নিন্দুক কিংবা সমালোচকরাও হয়তো অকপটেই মানবেন। বিপিএলের এবারের আসরেই টানা পাঁচ বার প্লেয়ার অব ম্যাচ হয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন।

 

ফাইনালে লিটন দাসকে বোল্ড করে চলতি আসরে নিজের ঝুলিতে সাকিব জমা করেন ১৬ উইকেট। আর গত ১০ ম্যাচে করা ২৭৭ রানের সাথে আজ যোগ করেছেন ৭। সবমিলিয়ে মোট রান ২৮৪।

 

অলরাউন্ড পারফরর্মে সুপার সাকিবের ধারে কাছেও নেই কেউ। সাকিব কোনো সন্দেহ কিংবা বিতর্ক ছাড়াই ম্যান অব দ্য টুর্নামেন্ট নিজের ঘরে তুলেছেন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর