বেড়েছে লেনদেন, বড় ধরনের পতন সূচকে

১৪ অক্টোবর ২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় বুধবার লেনদেন বেড়েছে ৮৯ কোটি ১৯ লাখ টাকা। তবে পতন হয়েছে তিন সূচকের প্রতিটিরই। দর কমেছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের। শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে দর কমেছে ২৪১টির, বেড়েছে ১০৬টির এবং  অপরিবর্তিত ছিল বাকি ২৯টির।

দিনান্তে লেনদেনের পরিমাণ দাঁড়ায় এক হাজার ৯৫২ কোটি ৯৯ লাখ টাকা।আগের কার্যদিবসে পরিমাণ ছিল এক হাজার ৮৬৩ কোটি ৮০ লাখ টাকা। ডিএসইএক্স  সূচক  ৬৫ দশমিক ৫৪ পয়েন্ট কমে সাত হাজার ২৪৮ দশমিক ৪৪ পয়েন্টে, ডিএসইএস সূচক ২৪ দশমিক ৪৪ পয়েন্ট কমে এক হাজার ৫৬৬ দশমিক ৬০ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ৩২ দশমিক ৩১ পয়েন্ট  কমে দুই হাজার ৭১৭ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করে।

লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে ফরচুন শুজ লিমিটেড আর দর বৃদ্ধিতে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড  শীর্ষে ওঠে আসে। লেনদেন হয় ১৮২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার, দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৯৬ শতাংশ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর