করোনায় ভুগে গত ২৪ ঘণ্টায় দেশে সাত জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪৬৬ জনের। শনাক্তের হার দুই দশমিক ১৬। পাশাপাশি এ রোগ থেকে সেরে ওঠেছেন ৬৯৫ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৫ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৭৩৭ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৬ হাজার ৩৬৮ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪২ হাজার ২৬৫টি। শনাক্তের হার ১৫ দশমিক ৫৮।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ২১ হাজার ৪১৫টি, পরীক্ষা হয়েছে ২১ হাজার ৫৬৮টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ তিন জন, নারী চার জন। বিভাগের মধ্যে ঢাকার তিন জন, চট্টগ্রামের দুই জন আর এক জন করে রাজশাহী ও খুলনা মিলে দুই জন। সরকারি হাসপাতালে পাঁচ জন আর বেসরকারি হাসপাতালে দুই জন মারা গেছেন ।
এমকে