তদন্ত হচ্ছে, কাউকে ছাড় দেয়া হবে না: প্রধানমন্ত্রী

১৪ অক্টোবর ২০২১

কুমিল্লায় পুজামণ্ডপের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। যে ধর্মের হোক না কেন বিচার করা হবে। বৃহস্পতিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কেন্দ্রীয় পূজামণ্ডপে ভক্তদের সঙ্গে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, দোষীদের যথাযথ শাস্তি দিতে হবে। এমন শাস্তি দিতে হবে যেন ভবিষ্যতে এমন করতে কেউ সাহস না পায়। যারা জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে না, তারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে।

সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, কখনোই নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না। দেশের নাগরিক হিসেবে সমঅধিকারে বসবাস করেন, সমঅধিকার ভোগ করবেন। সমঅধিকার নিয়ে ধর্ম পালন করবেন, উৎসব পালন করবেন। সেটাই তার সরকার চায় বলে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করেন।শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার। বক্তব্য দেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ, মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল প্রমুখ।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর