ভোটে পঞ্চম ধাপেও এগিয়ে স্বতন্ত্র প্রার্থীরা

০৭ জানুয়ারী ২০২২

তৃতীয় ও চতুর্থ ধাপের মতো পঞ্চম ধাপেও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটের ফলাফলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চেয়ে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থীরা। বিনা প্রতিদ্বন্দ্বিতার সংখ্যা ধরলেও এ ধাপে স্বতন্ত্র প্রতীকের চেয়ে পিছিয়ে আছে নৌকা প্রতীক। স্বতন্ত্র প্রার্থীদের বেশিরভাগই আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়া নেতাকর্মী, আছেন বিএনপির নেতা-কর্মীরাও। বিএনপি আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনে অংশ না নিলেও অনেক ইউপিতে তাদের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের সমর্থন দিয়েছে জামায়াত।

বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপে দেশের ৭০৭টি ইউপি নির্বাচনের ভোট হয়। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব আসাদুজ্জামান আনুষ্ঠানিকভাবে ৬৯২টি ইউপির ফলাফল ঘোষণা করেন। গোলযোগের কারণে বিভিন্ন ইউপির ১৩টি ভোটকেন্দ্রের ভোট স্থগিত রয়েছে। আর আদালতের আদেশে এবং সহিংসতার কারণে একটি ইউপির পুরো ভোট স্থগিত আছে।

ঘোষিত ফলাফলে ভোটে ২৯৩টি ইউপিতে আওয়ামী লীগ ও ৩৪৬টি ইউপিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। এছাড়া দু’টিতে জাতীয় পার্টি (জাপা), একটিতে জাতীয় পার্টি (জেপি) ও দুটিতে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী জয়ী হন। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৮ ইউপিতে চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। ভোট ও বিনা প্রতিদ্বন্দ্বিতা মিলে ৩৪১টি ইউপিতে চেয়ারম্যান হয়েছে আওয়ামী লীগের প্রার্থী।

এখন পর্যন্ত পাঁচ ধাপে দেশের ৩ হাজার ৭৫০-এর বেশি ইউপিতে নির্বাচন হয়েছে হয়েছে। এতে ভোটে ও বিনা প্রতিদ্বন্দ্বিতা মিলে ২ হাজার ১শ’ ইউপিতে চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছে ৩শ ইউপিতে। অন্য দিকে ১ হাজার ৬০০ ইউপিতে চেয়ারম্যান হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে ৬ শতাধিক ইউপিতে বিএনপির নেতাকর্মীরা চেয়ারম্যান হন, বাকি ইউপির মধ্যে ৩৮টিতে জাতীয় পার্টি (জাপা), সাতটিতে জাতীয় পার্টি (জেপি), সাতটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ জাসদ, ওয়ার্কার্স পার্টি, জাকের পার্টি, জমিয়তে উলামায়ে দলের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত চতুর্থ ধাপের নির্বাচনে ৮৩৪টি ইউপির ৭৯৯টি ইউপির ফলাফল ঘোষণা করে ইসি। এ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতার ৪৮ ও ভোটের ৩৪৯ মিলে ৩৯৭টি ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। অন্যদিকে ৩৯২টি ইউপিতে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের নির্বাচনে ১ হাজার ইউপির মধ্যে ৯৯ ইউপিতে ভোট ছাড়াই চেয়ারম্যান হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। আর ভোটের ৯০০ ইউপির মধ্যে ৪৪৫টিতে স্বতন্ত্র প্রার্থী ও ৪২৫ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিতেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর