সম্প্রীতির এমন নজির আর নেই: উপমন্ত্রী হাবিবুন নাহার

১৪ অক্টোবর ২০২১

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি :

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ৷ এ দেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এমন নজির আর নেই৷ বৃহস্পতিবার বাগেরহাটের রামপালে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন বন পরিবেশ ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহার৷

উপমন্ত্রী হাবিবুন নাহার আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায়  বাংলাদেশ একটি উন্নত দেশের তালিকায় স্থান পেয়েছে৷ এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবাইকে এক সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে৷

উপজেলার মল্লিকেরবেড়, বাঁশতলী, বাইনতলা, উজলকুড় সহ বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন৷ এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, বাগেরহাট জেলা আওয়ামীলীগ সহসভাপতি মোল্যা আঃ রউফ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রামপাল উপজেলা শাখার সভাপতি জয়দেব কৃষ্ণ দেবনাথ, সাধারন সম্পাদক অসীত বরণ কুন্ডুসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ নেতারা৷ 

 

অমিত পাল/এমকে 

 


মন্তব্য
জেলার খবর