তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪ অক্টোবর ২০২১

কুমিল্লার একটি পূজামণ্ডপের ঘটনা নিয়ে যারা ফেসবুকে গুজব ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। শুধু তাদেরই নয়, যারা এ ধরনের ইস্যুকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে কিংবা অব্যাহত রাখছে; উস্কানি দিয়ে থাকে বা ষড়যন্ত্র করে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত ব্যক্তিদের শিগগিরই গ্রেফতার করা হবে। 

এ ঘটনাকে উদ্দেশ্যমূলক হিসেবেই দেখছেন মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার মনে হয়- এটা কোনো ষড়যন্ত্রকারী, চক্রান্তকারীর কাজ। ঘটনাটি দেশে বিরাজমান সাম্প্রতিক মেলবন্ধন বিনষ্টের একটা প্রচেষ্টা। যারা ধর্মকর্ম করেন; ধর্মকর্মে বিশ্বাস করেন, তারা এ ধরনের ঘটনা ঘটাতে পারেন না। জানান, ঘটনার পেছনে জড়িতদের তদন্তের মাধ্যমে খুঁজে বের করা হবে। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফেসবুকে পুলিশের আইজির ভুয়া আইডি থেকে ‘পূজা বন্ধের নির্দেশনা’ দেয়া হয়েছে,যা সঠিক নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর কথাও বলেন তিনি। জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব জায়গায় প্রচারিত হয়। সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

এমকে


মন্তব্য
জেলার খবর