মন্তব্য
নিজের ভ্যারিফাইভ ফেসবুকে বিবাহ বার্ষিকী উপলক্ষে দেওয়া স্ট্যাটাসে হিরো আলম লেখেন, আজ আমাদের শুভ বিবাহ বার্ষিকী। …..আজ দেখতে দেখতে আমাদের বিবাহের পাঁচটি বছর পার হলো।
আমি সব সময় আল্লাহর কাছে এই দোয়া চাই যে আমরা যেন বাকি জীবন এভাবেই সুখে-দুঃখে এক সাথে থাকতে পারি। ……….অনেকেই বলে আমাদের নাকি ছাড়াছাড়ি হয়েছে। এটা পুরোটাই ভুল, মিথ্যা গুজব।
…….গুজবে কান দেওয়ার আগে সত্যটা ভালোভাবে যাচাই করে নিন…….আপনাদের দোয়া,ভালোবাসায় আমরা অনেক ভালো আছি।