মন্ত্রিসভায় সংখ্যাগরিষ্ট নারী

১৫ অক্টোবর ২০২১

সংখ্যাগরিষ্ঠ নারী নিয়ে গঠিত হয়েছে নরওয়ের নতুন সরকার।

লেবার পার্টির নেতা এবং নতুন প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোরের ১৯ সদস্যের মন্ত্রিসভায় মহিলারা ১০টি মন্ত্রিত্বের পদে রয়েছেন। 

কৃষি কেন্দ্র পার্টির নেতা ট্রাইগভে স্লাগসভোল্ড ভেদুমকে অর্থমন্ত্রী নিযুক্ত করা হয়েছে। শ্রম আইন প্রণেতা মার্তে মজোস পারসেন নতুন পেট্রোলিয়াম ও জ্বালানি মন্ত্রী হিসেবে মনোনীত হন।

ব্লুববার্গ


মন্তব্য
জেলার খবর