করোনা শনাক্ত হয়নি ডলি জহুরের

১৯ ফেব্রুয়ারী ২০২২

দেশবরেণ্য অভিনয়‌ শিল্পী ড‌লি জহুর‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ঠাণ্ডাজনিত সমস্যার কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতা‌লে তা‌কে ভ‌র্তি করা হয়।

 

অভিনয়‌ শিল্পী সং‌ঘের সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ব‌লেন, আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী ডলি জহুর আপাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অক্সিজেন সেচুরেশন ঠিক আছে। করোনা টেস্ট করা হয়েছে। নেগেটিভ এসেছে। আরও পরীক্ষা-নিরীক্ষা করার পর সব‌কিছু বোঝা যাবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।

 

হাসপাতা‌লের বিছানায় ধারণ করা এক‌টি ভি‌ডিও ফেসবু‌কে পোস্ট ক‌রে‌ছেন রওনক হাসান। সেখানে নি‌জের শারী‌রিক অবস্থার কথা জা‌নি‌য়ে ড‌লি জহুর ব‌লেন, আমার তেমন কিছু হয়‌নি, অল্প ঠান্ডা লে‌গে‌ছে। দ্রুত সুস্থ হ‌য়ে উঠ‌বো।

 

অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় করেছেন কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে সমান তালে পদচারণা তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময়ে ১৯৭৪-৭৫ সালের দিকে মঞ্চে অভিনয় শুরু করেন। পরে টেলিভিশন নাটকে এবং চলচ্চিত্রে কাজ। ১৬০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

 

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘শঙ্খনীল কারাগার’, ‘আগুনের পরশমনি’, ‘বিচার হবে’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘দীপু নাম্বার টু’, ‘রং নাম্বার’, ‘নিরন্তর’, ‘ঘানি’, ‘দারুচিনি দ্বীপ’ ইত্যাদি। চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে ডলি জহুর। ১৯৯২ সালে ‘শঙ্খনীল কারাগার’ এবং ২০০৬ সালে ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি।

 

আরআই


মন্তব্য
জেলার খবর