দেশে যুগ যুগ ধরে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি অশুভ মহলে, চাইছে ঘোলা পানিতে পানি শিকার করতে। মনে করা হচ্ছে অপচেষ্টার কৌশল হিসেবে কুমিল্লার ঘটনাটি ঘটানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে মহলটির ফাঁদে না দিতে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।উস্কানিতে উত্তেজিত বা গুজবে কান না দেয়ার কথাও বলা হচ্ছে। দলের নেতাকর্মী, আলেমসমাজসহ সবাইকে এ পরামর্শ দিয়েছে আওয়ামী লীগসহ কয়েকটি রাজনৈতিক ও ইসলামী দল। পাশাপাশি এ ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ইসলামী দলগুলো।
এদিকে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কুমিল্লার ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। যে ধর্মের হোক না কেন বিচার করা হবে। এমন শাস্তি দিতে হবে, যেন ভবিষ্যতে এমন ঘটনা ঘটাতে সাহস না পায়। যারা জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে না, তারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে, জানা সরকার প্রধান।
একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে, তাদের শিগগিরিই গ্রেফতার করা হবে।ঘটনার নেপথ্যে জড়িতদেরও অবশ্যই খুঁজে বের করা হবে, এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। যারা এ ধরনের ঘটনা নিয়ে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়াচ্ছে; আইন শঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করছে; উস্কানি দিয়ে থাকেন বা ষড়যন্ত্র করেন, তাদেরও আইনের আওতায় আনা হবে। তার মনে হয়- যারা ধর্মকর্ম করেন; ধর্মকর্মে বিশ্বাস করেন, তারা এ ধরনের ঘটনা ঘটাতে পারেন না। এটা কোনো ষড়যন্ত্রকারী, চক্রান্তকারীর কাজ।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী বেশ কয়েকটি জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পাঁয়তারা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, শেখ হাসিনার সরকার এ অপশক্তিকে মাথা চাড়া দিয়ে ওঠতে দিবে না। প্রশাসনকে সব ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী । যে কোনো সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের সবাইকে সতর্ক অবস্থানে থাকতে হবে বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে বর্তমানে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষ মহল দেশে সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে ইসলামপন্থীদের ওপর দোষ চাপিয়ে দিতে পারে। তাই কোনো ধরনের ফাঁদে পা না দিতে সতর্ক ও সজাগ থাকতে আলেম সমাজ ও দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন ইসলামী ঐক্যজোট।একইভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশে। তারা বলছে, কুমিল্লার ঘটনায় আজ শুক্রবার কোনো কর্মসূচি তাদের নেই। তাই দলের সর্বস্তরের নেতাকর্মীসহ আলম সমাজকে কারো উস্কানিতে কোনো রকম সিদ্ধান্ত না নিতে বলা হয়েছে। দুটি সংগঠনই এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছে।
এমকে