লেনদেন কমেছে ৫১৯ কোটির বেশি টাকা

১৫ অক্টোবর ২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় বৃহস্পতিবার লেনদেন কমেছে ৫১৯ কোটি ১১ লাখ টাকা। মিশ্র প্রবণতা দেখা গেছে সূচকে। দর কমেছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের। শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে দর কমেছে ২১৯টির, বেড়েছে ১১৪টির এবং  অপরিবর্তিত ছিল বাকি ৪৩টির।

দিনান্তে লেনদেনের পরিমাণ দাঁড়ায় এক হাজার ৪৩৩ কোটি ৮৭ লাখ টাকায়। আগের কার্যদিবসে এ পরিমাণ ছিল এক হাজার ৯৫২ কোটি ৯৯ লাখ টাকা। ডিএসইএক্স সূচক পাঁচ দশমিক ১৭ পয়েন্ট কমে সাত হাজার ২৪৩ দশমিক ২৬ পয়েন্টে, ডিএসইএস সূচক শূন্য দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৬৭ দশমিক ৪৩ পয়েন্টে ও ডিএস৩০ সূচক এক দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দুই হাজার ৭১৯ দশমিক ১৩ পয়েন্টে  অবস্থান করে।

লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে ফরচুন শুজ লিমিটেড ও দর বৃদ্ধির ক্ষেত্রে আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড শীর্ষে ওঠে আসে। লেনদেন হয় ৯৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার, দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৫৭ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর