করোনা রোগে ভুগে গত ২৪ ঘণ্টায় দেশে ৯ জন মারা গেছেন। একই সময়ে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩৯৬ জনের। দুই দশমিক নয় শতাংশ নমুনায় রোগটি শনাক্ত হয়েছে। পাশাপাশি আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়েছেন ৫২৩ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৭৪৬ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৬ হাজার ৮৯১ জন। শনাক্তের হার ১৫ দশমিক ৫৫। নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ৬১ হাজার ২৪৫টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৯ হাজার ৩টি, পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৯৮০টি। মৃতদের মধ্যে পুরুষ চার জন, নারী পাঁচ জন। বিভাগের মধ্যে ঢাকার ছয় জন, চট্টগ্রামের দুই জন আর সিলেটের একজন। সরকারি হাসপাতালে আট জন আর বাকি একজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন ।
এমকে