‘চোর আটকানো’ ফাঁদে কৃষকের মৃত্যু

১৫ অক্টোবর ২০২১

ভোলা প্রতিনিধি:

মৎস্য ঘেরে পেতে রাখা বিদ্যুত সঞ্চালিত ‘চোর আটকানো’ ফাঁদে পড়ে বিদ্যুতায়িত হয়ে আবু সাঈদ (৬৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পৌনে ৮ দিকে ভোলার সদর উপজেলার চরগাজি গাছারীর মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আবু সাঈদ ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু সাঈদ পুবের চর হোসেন বিলে ঘাস কাটতে যাওয়ার পথে ওই ফাঁদে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম, মহসিন, রিপনসহ কয়েকজন মিলে ওই ঘেরে মাছ চাষ করেন। চোরের হাত থেকে ঘেরের মাছ রক্ষায় ঘেরটির চারদিক জিআই তার দিয়ে ঘিরে দিয়েছেন তারা। প্রতি রাতে সেই তারে বিদ্যুতের সংযোগ দেয়া হয়, সকালে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু আজকে সংযোগটি বিচ্ছিন্ন না করায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর আবুল কালামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মাইনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর