মন্তব্য
৬২ বছর ধরে এভাবেই পানির তলায় ডুবে রয়েছে চীনের ঝেজিয়াং প্রদেশের অন্তর্গত শি চেং শহরটি।
পানি বিদ্যুৎ উৎপাদনের জন্য ১৯৫৯ সালে বাঁধ নির্মাণ করে শহরটিকে হ্রদে পরিণত করা হয়। ১৩০ ফুট নীচে তলিয়ে যায় শহরটি।
শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া জিনান নদীকে কেন্দ্র করে কৃত্রিমভাবে সৃষ্ট কুইআনদাও হ্রদ।