ফার্নিচার তৈরিতে এগিয়ে মালয়েশিয়া

১৬ অক্টোবর ২০২১

বিশ্বের ফার্নিচার প্রস্তুত ও রপ্তানিকারকের শীর্ষ দশের মধ্যে রয়েছে মালয়েশিয়া। দেশটিতে আসবাবপত্র উৎপাদনের প্রায় ৮০ ভােই বিদেশে সরবরাহ করা হচ্ছে।

দক্ষ শ্রমিকের প্রাপ্যতা, চমৎকার নকশা ক্ষমতা এবং ভাল উৎপাদন অনুশীলনসহ কাঁচামাল সরবরাহকারী রয়েছে দেশটিতে।

উৎপাদন প্রক্রিয়ায় রাবারউড, বিভিন্ন স্থানীয় গাছের কাঠ, প্লাস্টিক, ধাতু, চামড়া, ফ্যাব্রিক, কম্পোজিট এবং অন্যান্য আমদানিকৃত বিকল্পগুলো ব্যবহার করা হয়। 


মন্তব্য
জেলার খবর