নিজেরা নিজেদের পরাজিত না করলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক প্রতিপক্ষই আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না। এমনটাই মনে করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, বিজয় নিশ্চিতের জন্য দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এমন মন্তব্য করেন। ওবায়দুল কাদের রাজধানী ঢাকা থেকে ভার্চুয়ালি বক্তৃতা করেন।
ওবায়দুল কাদের তার বক্তৃতায় শুধু বিজয়ের জন্যই ঐক্যবদ্ধ থাকতে বলেননি, দেশে চলমান উন্নয়নসহ শেখ হাসিনার সরকারকে নিয়ে দেশ-বিদেশে চলা সব ষড়যন্ত্রের বিরুদ্ধেও সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন। দলের নেতার্কমীদের উদ্দেশ্যে বলেছেন, আগামী নির্বাচনে নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে, দলকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। আগামী নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।
ওবায়দুল কাদের জানান, ত্যাগীদের বাদ দিয়ে বসন্তের কোকিলদের নেতা বানালে দল দুর্বল হয়ে যায়। তাই এমন লোকদের কোনোভাবেই নেতা বানানো যাবে না। দুঃসময়ের কর্মীরা দলের প্রাণ। বসন্তের কোকিলদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না।
এমকে