দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে একটি স্বার্থন্বেষী মহল। এ সম্প্রীতি রক্ষায় এবং ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকতে হবে সব জনপ্রতিনিধিকে, ঐক্যবদ্ধ থাকতে হবে জনগণকে। কুমিল্লার পূজামণ্ডপের ঘটনা নিয়ে শুক্রবার সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। রাজধানী ঢাকার মিন্টু রোডে তার সরকারি বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী মো. তাজুল ইসলাম।
কুমিল্লার ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত এবং ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেখছেন সমবায়মন্ত্রী। বলছেন, শুধু দেশে নয়, দেশের বাইরেও ষড়যন্ত্র হচ্ছে। ধর্মীয় বিভেদ গড়ে যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তবে কুমিল্লার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো দুর্বলতা থাকলে তদন্ত সাপেক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।
ষড়যন্ত্রকারীদের প্রসঙ্গে মন্ত্রী তাজুল ইসলাম জানান, রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে স্বাধীনতাবিরোধী শত্রুরা বিভিন্ন সময় ষড়যন্ত্র করেছে, এখননো করে যাচ্ছে। আন্দোলনের ডাকে মানুষের সাড়া পায়নি, তাই দেশকে অস্থিতিশীল করতে ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে ইন্ধন দেয়ার চেষ্টা করছে তারা। তারা দেশ ও জাতির শত্রু, কখনোই দেশের উন্নয়ন চায় না তারা।
এমকে