বৃহস্পতিতে প্রাণের স্পন্দন!

১৬ অক্টোবর ২০২১

বৃহস্পতির চাঁদের এক অংশ থেকে জলীয় বাষ্পের মতো অত্যন্ত উষ্ণ পানির ধোঁয়া বের হতে দেখা গেছে। সেই ধোঁয়া মেঘের মতো ঘন। কিন্তু আদতে সেটি মেঘ নয়, জলীয় বাষ্প। মহাকাশে থাকা হাব্‌ল টেলিস্কোপের মাধ্যমে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছে নাসা।

 

এ বিষয়ক গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স’-এ।

 

একনাগাড়ে অত্যন্ত উষ্ণ ধোঁয়া বেরিয়ে আসছে ইউরোপা থেকে। তবে যেটা খুব বিস্ময়কর, সেই ধোঁয়া বৃহস্পতির চাঁদটির বিশেষ একটি দিক থেকেই বেরিয়ে আসতে দেখা গেছে। কেন শুধু সেই দিকটি থেকেই জলের ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যাচ্ছে, তা নিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা সঠিক সিদ্ধান্তে আসতে পারেনি। জ্যোতির্বিজ্ঞানীদের বক্তব্য, এই ঘটনা ইউরোপায় প্রাণের অস্তিত্বের সম্ভাবনাকে আরো জোরদার করে তুলল।

 

আরআই


মন্তব্য
জেলার খবর