গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৬ জন মারা গেছেন । নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৯৩ জনের। এক দশমিক ৮৮ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।পাশাপাশি করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৪২ জন। শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ১৭৪ জনের।এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৭৫২ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৭ হাজার ৩৩৩ জন। শনাক্তের হার ১৫ দশমিক ৫৩। নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৭৬ হাজার ৮২৫টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহিত হয়েছে ১৫ হাজার ২৫১টি,পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৫৮০টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ চারজন, নারী দুইজন। বিভাগের মধ্যে ঢাকার তিনজন, একজন করে চট্টগ্রাম, খুলনা ও সিলেট মিলে তিন জন। সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন।
এমকে