মন্তব্য
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে আরো চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) জান্তাশাসিত দেশটির একটি আদালত এই রায় ঘোষণা করেন। অবৈধ ওয়াকিটকি রাখাসহ আরও বেশ কয়েকটি অভিযোগে আনা হয়েছে তার বিরুদ্ধে।
গত ৬ ডিসেম্বর ‘গণঅসন্তোষে’ উসকানি ও করোনার আইন ভাঙার দায়ে প্রাকৃতিক দুর্যোগ আইনে সু চিকে ৪ বছরের কারাদণ্ড দেয় দেশটির জান্তা সরকার নিয়ন্ত্রণাধীন আদালত।
গত বছরের ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী যখন অভ্যুত্থান ঘটিয়ে তার বাড়িতে তল্লাশি চালায় তখন অবৈধ ওয়াকি-টকি পাওয়ার অভিযোগ ওঠে। তবে যারা সু চির বাড়িতে অভিযান পরিচালনা করে তারা কোনো ওয়ারেন্ট ছাড়াই প্রবেশ করে বলে জানা যায়।
এ ছাড়াও সু চির বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগে বিচারকাজ চলমান রয়েছর। এর মধ্যে সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে।
আরআই